শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করবো: সিইসি


বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে সিইসি কাজী হাবিবুল আউয়াল।

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২২ ৭:২৩ : অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে ব্রিফিংয়ে এ মনোভাব ব্যক্ত করেন তিনি।

সংলাপে বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ সিনিয়র ২২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় সংলাপ করে ইসি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সাংবিধানিকভাবে আইন ও বিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নিয়েছি। সুষ্ঠু নির্বাচন করার প্রয়াসের কোন ত্রুটি থাকবে না। অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো।’

নির্বাচনকালীন সরকারের বিষয়ে আপনারা সরকারকে প্রস্তাব দিবেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়ে নির্বাচন কমিশন কিছু বলবে না। নির্বাচনকালীন সরকারের বিষয়টি রাজনৈতিক নেতারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কারণ, আমরা আইন ও সাংবিধানিক বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবো বলে শপথ নিয়েছি। আপনারা যে, কাজগুলোর কথা বলছেন সেগুলো রাজনৈতিক নেতৃত্বের ব্যাপার। তারা তাদের মতো আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।’

কুমিল্লা সিটি করপোরেশন সময়মতো নির্বাচন না করার ব্যাখ্যায় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন করার জন্য আমাদের ১৮০ দিন সময় ছিল, তার মধ্যে ১৩৫ দিন চলে গেছে। আমরা কেউ কেউ মনে করেছি আগামী ৩০ দিন বা ৪০ দিনের মধ্যে নির্বাচনটা করতে হবে। আবার কেউ কেউ বলছেন, আইনগত বাধ্যবাধকতা আছে। আমরা সহকর্মীদের মতামত নিয়েছি। কেউ কেউ বলেছেন, এটা সম্ভব নয়। তাই আমরা একটু সময় বাড়িয়ে দিয়েছি। কারণ রোজা চলছে, ঈদের বন্ধ আছে নয়-দশ দিন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর