বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

বেগুনের কেজি ১০০ টাকা!


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২২ ১১:১৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে রমজান এলে অন্যান্য সবজির চেয়ে কদর বাড়ের বেগুনের। সেই সঙ্গে বাড়ে এর দাম।

গেলো শনিবার যে বেগুন ৫০ টাকা ছিল তা আজ সোমবার ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অনেক বাজারে আবার বেগুন সংকটও রয়েছে।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।

বাড্ডায় কাঁচাবাজারে দেখা গেছে, সব জাতের বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজান আসলে বেগুনের চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা একেক বাজারে একেক রকম দাম রাখছে বলে ক্রেতারা জানান।

মিশু রহমান বলেন, ‘একদিনের মধ্যে বেগুনের দাম এত বেড়ে যাবে তা ভাবতে পারেনি। রমজান আসলে ইফতারে বেগুনির পরিবারের সবার কাছে খুব প্রিয় একটি খাবার। তাই এখন ১০০ টাকা কেজি ধরে বাধ্য হয়ে কিনতে হচ্ছে।’

এ বাজারের এক ব্যবসায়ী মো. সাগর বলেন, ‘কী আর করবো বলেন, সব কিছুই বাড়তি দামে কিনতে হচ্ছে। তা ছাড়া বেগুনের চাহিদা বাড়ায় ঠিকঠাক মতো পাইকারি বাজার থেকে আনা যাচ্ছে না। তারপর আবার কাঁচামাল একদিনের বেশি থাকলে নষ্ট হয়ে যায়। তাই বাজারে দাম কিছুটা বেশি।’

যদিও কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর কাঁচাবাজরের এক ব্যবসায়ী জানান, রমজানের শুরুতে প্রতি বছর এ সময় সবজির দাম বাড়ে। এটা কোনো সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। এখন সব পণ্যের দামই অস্বাভাবিক। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে প্রতি কেজিতে এখন ৩০-৫০ টাকা বেড়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর