শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ঢাকা কলেজ ও টিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমা বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ মার্চ, ২০২২ ১০:৩১ : অপরাহ্ণ
ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়াপাল্টা-ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী জানান, সন্ধ্যায় স্ট্রিট রোডে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে টিটি কলেজের ছাত্ররা মারধর করেছে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারি কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বেশ কয়েকটি ককটেলের শব্দ শুনে লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। অল্প সময়ের মধ্যেই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কের দুই পাশ ফাঁকা হয়ে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।

সংঘর্ষের পর মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর