শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ৭ নাবিক


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ মার্চ, ২০২২ ২:০৫ : অপরাহ্ণ
প্রতীকী ছবি।
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ৭ জন নাবিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আরও ৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড।

‘এমভি টিটু-১৪’ নামে জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন।

জানা যায়, জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় একটি বালুবাহী বার্জের সাথে এটার ধাক্কা লাগে। একপর্যায়ে ভোর ৪টার দিকে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা সেখানে গিয়ে ১৩ নাবিকের মধ্যে ৬ জনকে উদ্ধার করে।

কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা সাতজনকে উদ্ধার করেছি। এ ছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর