শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা খেলা

হঠাৎ মত বদল, ছুটি না নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব


নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :১২ মার্চ, ২০২২ ২:৩৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকায় দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি লিখেছিলেন সাকিব আল হাসান।

এ নিয়ে তুমুল সমালোচনার মাঝেও তার ছুটি মঞ্জুরও করে বিসিবি।

শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।

কিন্তু ছুটি পাওয়ার দুদিন পার না হতেই সিদ্ধান্ত বদল করলেন সাকিব নিজেই। জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি।

ক্রিকেটে নিজেকে এভেইলেবল বলে ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি অলরাউন্ডার।

আজ শনিবার দুপুরে হঠাৎ করেই মিরপুরে সাকিবের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৈঠক শেষে বেলা সোয়া দুইটার দিকে সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

বৈঠক শেষে সাকিব বলেন, পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি চুক্তিতে, সেহেতু তিনটা ফরমেটেই থাকবো এবং খেলবো। বোর্ড সিদ্ধান্ত জানাবে, আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকবো।

নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, আগামীকাল রোববার রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

এরইমধ্যে বাংলাদেশ দল তিন ভাগে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে।

গতকাল বেলা ১১টায় প্রথম দলে আট সদস্য এবং রাত ১১টায় ঢাকা ছেড়েছে দ্বিতীয় ভাগের দলটি।

আজ সকাল পৌনে ১১টায় যাত্রা করেছে শেষ দল। এই দলে টেস্ট ক্রিকেটাররা আছেন।

এর বাইরেও তিন সদস্যের একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে। তাদের সঙ্গেই সাকিব যাচ্ছেন সেখানে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর