শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে দ্বিতীয় দফায় বৈঠকে রাশিয়া ও ইউক্রেন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ মার্চ, ২০২২ ১১:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আবারও বৈঠকে বসেছে দু’দেশের প্রতিনিধিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে এই বৈঠক শুরু হয়েছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে বেলারুশ যান।

এক সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা গেছে, ইউক্রেনীয় প্রতিনিধিদল একটি কনফারেন্স রুমে প্রবেশ করছে এবং সেখানে রাশিয়ান প্রতিনিধিদল উপস্থিত আছেন। আলোচনা শুরু করার আগে ২ দলকে করমর্দন করতে দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি ও অন্যান্য কর্মকর্তারা রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

টুইট বার্তায় তিনি উল্লেখ করেছেন, আলোচ্যসূচির রয়েছে- অবিলম্বে যুদ্ধবিরতি, অস্ত্রসংবরণ এবং ধ্বংস হয়ে যাওয়া বা ক্রমাগত গোলাগুলির ভেতর থাকা গ্রাম-শহর থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর।

এর আগে, গত সোমবার বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়।

কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই ওই বৈঠক শেষ হয় এবং দ্বিতীয় দফায় বৈঠকে বসতে রাজি হয় উভয় পক্ষ।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

আরও পড়ুন:

পারমাণবিক বোমারোধী বিমান উড়ালো যুক্তরাষ্ট্র!

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

যেসব পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর