নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২১ ফেব্রুয়ারি, ২০২২ ৩:০১ : অপরাহ্ণ
চট্টগ্রামে হাজী মুহাম্মদ মহসিন কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে ৮ জন আহত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নামার সময় অন্য গ্রুপের নেতা-কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া ও সংঘর্ষ।
চকবাজার থানার ওসি মো. ফেরদৌস জাহান বলেন, দুটি পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। মূলত, ফুল দেওয়াকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, মহসিন কলেজে ছাত্রলীগের দুটি পক্ষ সক্রিয়। একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
অন্য পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।