নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রস্তাবিত তিন শতাধিক নাম থেকে ২০ জনের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি।
এদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে আরও দু-একটি বৈঠকে বসবে সার্চ কমিটি।
আজ শনিবার সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক অনুষ্ঠিত হয়।
সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদের জন্য দুজন এবং নির্বাচন কমিশনারের চারটি পদের জন্য আটজনসহ মোট ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি।
নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে আজ সপ্তমবারের মতো বৈঠক করেন সার্চ কমিটির সদস্যরা।
এর আগে অনুষ্ঠিত সার্চ কমিটির ছয়টি বৈঠকের চারটি ছিল বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম ও ষষ্ঠ বৈঠকে কমিটির সদস্যরা নিজেরা উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে থেকে পাঁচজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।