শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

দুবাই যাওয়ার সময় বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই আমজাদ আটক


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৪ : পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তার নামে ব্যাংকের টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।

আটকের পর পর আমজাদকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘রাত ১০টার দিকে দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে সীতাকুণ্ড থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আমাদের থানায় ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে বেশির ভাগই ব্যাংকের টাকা আত্মসাতের মামলা।’

দুদক সূত্রে জানা যায়, আমজাদ চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ জুলাইয়ে এবি ব্যাংক আগ্রাবাদ শাখার ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

যে মামলায় আমজাদ ছাড়াও তার ভাই বিএনপি নেতা আসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী ও জামিলা নাজনিল মাওলাকেও আসামি করা হয়।

মূলত তাদের পারিবারিক ব্যাবসায়ীক প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে ঋণ খুলে অর্থ আত্মসাত করা হয়।

এছাড়া একই ব্যক্তিদেও নামে হালিশহরের সাউথ ইস্ট ব্যাংকের ১৪৮ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর হালিশহর থানায় আরেকটি মামলা করা হয় দুদকের পক্ষ থেকে।

এমন অর্থ আত্মসাৎসহ ১৫টি মামলার চার্জশীটভুক্ত আসামি ছিলেন আমজাদ হোসেন চৌধুরী।

যার বিরুদ্ধে ইতোমধ্যেই ১৫টি ওয়ারেন্ট জারি করা ছিল। কিন্তু এতদিন তিনি পলাতক ছিলেন।

সর্বশেষ ২০২১ সালের ২৬ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখা থেকে মো. আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগ করতে না পারার বিষয়ে সকল বন্দরে চিঠি দেয় দুদক।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর