বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি: নূরুল হুদা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৩২ : অপরাহ্ণ
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নিজেকে সফল বলে দাবি করেছেন আগামীকাল সোমবার কমিশন থেকে বিদায় নিতে যাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, ‘পাঁচ বছরে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’

আজ রোববার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত জাতীয় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমি মনে করি, সাফল্যের সঙ্গে কাজ করেছি। সব কটি নির্বাচন শেষ করে দিয়েছি। একটা নির্বাচনও বাকি রাখিনি।’

নূরুল হুদা বলেন, ‘আমরা চেষ্টা করেছি, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পরিপূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কোনো রকমের কারও কথায় না, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: সীমান্তে আবারও বিএসএফের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

সিইসি বলেন, ‘একটা পদের জন্য নির্বাচন করেন সাতজন, পাস করেন একজন। বাকি ছয়জনের সবাই তো বলেন না, কিন্তু সমালোচনা তো হবেই। সমালোচনা হবে, ভালো–মন্দ বলবে। এটা স্বাভাবিক; এ দেশের কালচার অনুযায়ী স্বাভাবিক।’

সব নির্বাচন সুষ্ঠু ছিল কি না-এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘এমন নয় যে, সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে। কোথাও মারামারি হয়েছে, কোথাও আবার ব্যালট ছিনতাই ও ধরা পড়ার মতো ঘটনাও ঘটেছে। এ ছাড়া অনেক জায়গায় নির্বাচন বন্ধ হয়েছে। আবার পুনরায় নির্বাচন হয়েছে। তাই সবগুলো নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে, এটা ঠিক না।’

সিইসি বলেন, ‘শীতের দিনে রোদের মধ্যে নারী-পুরুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে। ইভিএমে ৭০ শতাংশ মানুষ ভোট দিচ্ছে। এর চেয়ে সফল নির্বাচন আর কী হতে পারে?’

আরও পড়ুন:

খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরে সাময়িক নিষেধাজ্ঞা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর