শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অর্থ-বাণিজ্য

বাণিজ্য মেলার ভাগ্য নির্ধারণ রোববার



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২২ ৯:০৯ : অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১০০ জনের বেশি সমবেত হতে পারবে না বলে মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা দিলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপেক্ষিত হচ্ছে এই স্বাস্থ্যবিধি।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে এই মেলা চালু রাখা হবে কি না এ বিষয়ে আগামীকাল রোববার আসতে পারে সিদ্ধান্ত।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে লাখো মানুষের ঢল নামে ঢাকার পূর্বাচলে বাণিজ্য মেলায়।

হাজার হাজার মানুষের স্বাস্থ্যবিধি মেনে মেলা চালু রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছে বলে জানিয়েছে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বাধ্যতামূলকভাবে দর্শনার্থী ও ক্রেতাদের মাস্ক ব্যবহারেও হিমশিম খেতে হচ্ছে মেলার আয়োজকদের।

এ অবস্থায় মেলা চালু রাখার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবেন যেভাবে

আজ শনিবারও সকাল থেকে মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

শেষ বিকেলে দর্শনার্থীদের ভিড়ে মেলা কমপ্লেক্স ছিলো কানায় কানায় পূর্ণ।

বিক্রেতাদের বেচাকেনা বেশ ভালই জমে উঠেছে।

বিক্রি বাড়াতে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে ছিল ব্যাপক ছাড়ের অফার।

ক্রোকারিজ সামগ্রী, পোশাক, ইলেক্ট্রনিক্স পণ্য এবং ফার্নিচার বিক্রি বেশ ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।

তবে তাদের কপালেও চিন্তার ভাঁজ তৈরি করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।

আরও পড়ুন: বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদার শীর্ষে ইলেকট্রনিক্স পণ্য

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আলম চৌধুরী বলেন, মেলা চালিয়ে যাওয়া হবে কি না সে বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি জানান, শুক্রবার মেলায় ১ লাখ ৬০ হাজার ক্রেতা-দর্শনার্থী এসেছেন। শুরুতে ক্রেতা-দর্শনার্থীদের আগমন নিয়ে আমরা কিছুটা হতাশ হলেও প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে বেচা-কেনা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে এ অবস্থায় মেলা চলা অনেক চ্যালেঞ্জিং। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মেলা বন্ধের সিদ্ধান্ত আসলে তা সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে। তবে এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি তাই মেলা চালিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: ১ হাজার ৪৮৩ টাকায় ব্যবসা শুরু, এখন ৬ হাজার কোটি টাকার শিল্প গ্রুপ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর