শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ জানুয়ারি, ২০২২ ৪:১৪ : অপরাহ্ণ

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে একুশে গ্রন্থমেলা (বইমেলা) শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৬ জানুয়ারি দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বইমেলা ১৫ ফেব্রুয়ারিতে শুরু হবে। তবে বইমেলা কিভাবে পরিচালিত হবে, সেখানেও একটি বিশেষ নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরও একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ওই সময় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা জানানো হয়। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ শুরু হয় মেলা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর