প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২২ ৭:৩৪ : অপরাহ্ণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের কেন্দ্রে হেরে গেছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
নগরীর আদর্শ স্কুল কেন্দ্রে আইভী পেয়েছেন ৩৬২ ভোট। অন্যদিকে এই কেন্দ্রে প্রথম হওয়া তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৬৮০ ভোট।
এই কেন্দ্রে ১১৭৩ জন ভোটার ভোট দেন। তবে দুটি ভোট বাতিল হয় আর ১২৯ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
বিকেল পৌনে ৪টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন শামীম ওসমান।
আরও পড়ুন: নৌকা হারলে দায়ভার আমার না, আমি এক ভোটের মালিক: শামীম ওসমান
ভোট দিয়ে সাংবাদিকদের শামীম ওসমান বলেন, ‘আইভী জানে-না চাইলেও আমি তাকে ভোট দেবো। তবে আইভী আমার কাছে ভোট চায়নি; ফোনও দেয়নি।’
আপনি নৌকার পক্ষে নাকি আইভীর পক্ষে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য বলেন, ‘আমি সারাজীবন প্রতীকের পক্ষে।’
অপর এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আমরা জিতবো। আমি শুধু নৌকা চিনি। নৌকা হারবে না। হারলে দায়ভার আমার না, আমি এক ভোটের মালিক।’
এদিকে ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল গণনা। এখন পর্যন্ত ১৭৮টি কেন্দ্রের ফলাফল গণনা করা হয়েছে।
আরও পড়ুন: বিপুল ব্যবধানে জয়ের পথে নৌকার আইভী, সমর্থকদের উল্লাস
বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
শেষ খবর অনুযায়ী, মোট ১৯২টি কেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীক পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ১৬৭ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের হাতি প্রতীক পেয়েছেন ৮৫ হাজার ১২৯ ভোট।
আজ রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ২৭টি। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১৮টি ও বন্দর উপজেলায় ৯টি।
মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১। ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি।
নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৭ প্রার্থী। এছাড়া সংরক্ষিত ৯টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন ৩৪ ও ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৪৮ জন।
মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলেও আওয়ামী লীগ ছাড়া বিএনপির ধানের শীষ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এই ভোটে অনুপস্থিত।
কিন্তু, বিএনপির দলীয় পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া তৈমূর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
২০১১ সালের নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী।
এরপর ২০১৬ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াতকে ৮০ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।