নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ৬:৪৩ : অপরাহ্ণ
২০২২ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
করোনার কারণে এ বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার ফলে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, কোভিডের কারণে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে।
দীপু মনি বলেন, আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশনা দেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউজিসি।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, আমরা ইতোমধ্যে দুটো বিষয় বিবেচনায় নিয়েছি। তা হলো- সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা এবং শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সুযোগ দেওয়া।
শিগগিরই বিষয় দুটি নিয়ে উপাচার্যদের সঙ্গে বসা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত