শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২১ ১১:০১ : অপরাহ্ণ

পদত্যাগের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

শনিবার গুলশানের এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করতেই বারবার আমার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়।

রাজধানীর গুলশানের একটি ক্লাবে সাবেক পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের লেখা ‘ডিপ্লোম্যাসি ইন অবসকিউরিটি’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন ড. গওহর রিজভী।

বই প্রকাশের অনুষ্ঠানে মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক আমলা ও কূটনীতিকের উপস্থিতিতে পুরো আয়োজন রীতিমতো মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মাঝামাঝিতে বিদায় নেন গওহর রিজভী।

যাওয়ার পথেই সাংবাদিকরা গওহর রিজভীর মুখোমুখি হন।

সাংবাদিকরা প্রশ্ন করেন-‘আপনি নাকি পদত্যাগ করেছেন, জল্পনা-কল্পনার রহস্য কী? জবাবে গওহর রিজভী বলেন, ‘দেখেন ১১ বছর ধরেই এমনটি শুনছি। ১৩ বছর ধরে আছি আমি। প্রায় প্রতি দুই বছর পর পর আমার পদত্যাগের গুঞ্জন রটে। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরিয়ে দিতে চায়, না হয় প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়। তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই- প্রধানমন্ত্রী এতে বিব্রত নন, আর আমি তো আছিই।’

একপর্যায়ে এক সাংবাদিক জানতে চান- ‘২০২২ সালের ৭ এপ্রিল পর্যন্ত গওহর রিজভীর ছুটিতে থাকার তথ্য সত্য কিনা? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, ওই সময় পর্যন্ত আমার দেশের বাইরে একটা কাজে থাকার কথা ছিল। আমি গিয়েছিলাম কাজটি করতে, এখন এসেছি, আবার যাব। ওই যাওয়া-আসার মধ্যেই কাজটি হয়ে যাবে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরকে ‘গুজব’ বললেন সাবেক সেনাপ্রধান আজিজ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর