শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিনোদন

ডা. মুরাদের সঙ্গে নায়ক ইমনের ঘনিষ্ঠতার নেপথ্যে…



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২১ ১০:৩২ : পূর্বাহ্ণ

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের সঙ্গে নায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির ফোনালাপ এখন টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে।

ফোনালাপ এবং মুরাদ হাসানের সঙ্গে নায়ক ইমনের ঘনিষ্ঠতা নিয়ে নানান প্রশ্ন উঠছে সোস্যাল মিডিয়ায়।

যদিও নায়ক ইমনের দাবি, তার সঙ্গে মুরাদ হাসানের ঘনিষ্ঠতা নেই। অন্য অভিনয় শিল্পীদের সঙ্গে যতোটুকু সম্পর্ক, ঠিক ততোটুকুই।

সোমবার বিকেলে নায়ক ইমন একটি গণমাধ্যমেকে বলেন, প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে আমার ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নেই। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। শিল্পীরা ওই মন্ত্রণালয়ের আওতাধীন। তিনি আমাদের বিভিন্ন ছবির মহরতে এসেছেন। উদ্বোধন করেছেন। তাই প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের স্বাভাবিক ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো।

একজন প্রতিমন্ত্রীর সঙ্গে এতো ঘনিষ্ঠ সম্পর্কের আসল রহস্য কী?

শুধুই কি একজন নায়ক হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে? নাকি অন্য কোনো রহস্য রয়েছে? সোস্যাল মিডিয়ায় এমন অসংখ্য প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

অভিযোগ উঠেছে, ইমন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি উঠতি মডেলদের দিয়ে গুলশান, বনানী ও ধানমন্ডির মতো অভিজাত এলাকায় বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন।

এই বিষয়ে মন্তব্য জানতে একটি গণমাধ্যম নায়ক ইমনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে প্রতিবারই তিনি ফোন কেটে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিনয়শিল্পী ওই গণমাধ্যমকে বলেন, ইমন বেশি দিন হয়নি চলচ্চিত্রে এসেছে। তার কোনো ছবিই হিট হয়নি। তাহলে সে এতো টাকার মালিক হলো কীভাবে? এসবের উৎস কী? ভাইরাল হওয়া ফোনালাপে একটি বিষয় তো স্পষ্ট হয়েছে, মাহি-মুরাদের সঙ্গে যোগাযোগের সূত্র হলো ইমনই।

ভাইরাল হওয়া ফোনালাপের বিষয়ে জানতে গতকাল মঙ্গলবার ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে ডেকে নেওয়া হয়।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

আরও পড়ুন: 

ধানমন্ডিতে বাসা রেখে হোটেল সোনারগাঁওয়ে কী করতেন মুরাদ

তথ্য প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগের খবরে মাহি বললেন, ‘আলহামদুলিল্লাহ’ (ভিডিও)

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর