নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২১ ৫:৫০ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীতে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে এবার ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
শিশুটির নাম মো. কামাল। গত ২৪ ঘণ্টায়ও তার অবস্থান শনাক্ত করা যায়নি। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যায় ওই শিশু।
এ সময় কামালের সাথে রাকিব নামে আরেক শিশুও নালায় পড়ে গিয়েছিল। রাকিব নালা থেকে উঠতে পারলেও কামাল উঠতে পারেনি।
বিষয়টি নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। কিন্তু তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি।
২৪ ঘণ্টা পর আজ মঙ্গলবার ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটি উদ্ধারে কাজ শুরু করেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। একটি ডুবুরি দলও উদ্ধার কাজ শুরু করবে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী এলাকায় রাস্তার পাশে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়া।
নিখোঁজের পাঁচ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সাদিয়া চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নগরীর হালিশহর বড়পোল এলাকায়।
এর আগে, গত ২৫ আগস্ট বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে মুরাদপুর এলাকায় নালায় পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী। যার খোঁজ এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুন: সব শহরেই বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা