শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে নিজের হাতে নির্মমভাবে ধ্বংস করেছে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০২১ ৬:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে নিজের হাতে নির্মমভাবে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে এই ৫০ বছর পর এই স্বৈরাচারী-ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে আমাদের সব স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছে, চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।

আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নেই, আজকে বিচার বিভাগের স্বাধীনতা নেই, আজকে এ দেশের মানুষের বাকস্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। ৩৫ লাখের বেশি দেশপ্রেমিক মানুষকে আজকে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে, আজকে এখানে গুম হচ্ছে, খুন হচ্ছে এবং নির্যাতন হচ্ছে। দেশে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এই দিনে আমরা শপথ নিয়েছি-এ দেশের মানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ হয়ে সব রাজনৈতিক দল, সব সংগঠন এবং মানুষকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে পরাজিত করে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই-সংগ্রাম করেছেন, আজকে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা শপথ গ্রহণ করেছি, এ দেশের মানুষকে একত্রিত করে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল সংগঠনকে নিয়ে এ ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করবো।’

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আমিনুল হক, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর