শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

নেপালে যাত্রীবাহী বাস খাদে, ৩২ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ অক্টোবর, ২০২১ ১০:২৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নেপালে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ১৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নেপালের গণমাধ্যমগুলো।

নেপালের গণমাধ্যমগুলো জানিয়েছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। বাসটি পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

মুগু জেলা পুলিশ কার্যালয় জানায়, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ২৪ জন ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে চারজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

প্রধান জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাত জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর