মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম বিমানব্ন্দরে ৯ কেজি স্বর্ণসহ নিরাপত্তাকর্মী আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ অক্টোবর, ২০২১ ১২:১৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. বেলাল।

বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে স্বর্ণের চালানটি আসে। ফ্লাইটটি অবতরণের পর ওই স্বর্ণের বারগুলোসহ বেলালকে হাতেনাতে আটক করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর থেকে অবৈধ স্বর্ণের চালান বের হবে বলে একটি গোপন সংবাদ ছিল। বেলাল উদ্দিন টার্মিনাল থেকে বের হতে গেলে তার দেহ তল্লাশি করে এসব স্বর্ণের জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সিভিল অ্যাভিয়েশনে কর্মরত নিরাপত্তাকর্মী মো. বেলাল দায়িত্ব পালনের অন্তরালে দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে স্বর্ণের বড় চালানসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর