সোমবার, ১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

নির্বাচন দেখার জন্য রাশিয়ায় গেলেন সিইসি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২১ ১:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাশিয়ার আইনসভা নির্বাচন দেখার জন্য মস্কো গেলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার সকালে সাতদিনের সফরে তিনি সেখানে রওনা দেন। তার সঙ্গে রয়েছেন একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন সিইসি। তারা আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পাঁচ দিনের সফরে সিইসির থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে প্লেনভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি।

২০২০ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থা ও ভোটগ্রহণ নিয়ে মন্তব্য করতে গিয়ে সিইসিকে এম নূরুল হুদা বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র চার-পাঁচ দিনেও ভোট গণনা শেষ করতে পারে না। আর আমরা ইভিএমে চার-পাঁচ মিনিটে ফল ঘোষণা করে দিতে পারি। যুক্তরাষ্ট্রের আমাদের থেকে শিক্ষাদীক্ষা নেওয়া উচিত।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর