বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

নাইন-ইলেভেনের দিন শপথ নিচ্ছে তালেবান সরকার


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ সেপ্টেম্বর, ২০২১ ৪:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে।

তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুটনিক এ খবর জানিয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে যাত্রীবাহী বিমান নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। ওই ঘটনায় কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারান।

অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিন হিসেবে তালেবান উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাইন-ইলেভেনকে বেছে নিয়েছে কিনা তা জানা যায়নি।

তালেবানের একজন সিনিয়র সদস্য স্পুটনিককে বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এখন পর্যন্ত রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে যেসব দেশকে আমন্ত্রণ জানানোর কথা তালেবান বলেছে, সেসব দেশের পক্ষ থেকে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নেয় তালেবান।

তালেবান কাবুল দখল নেওয়ার ২৩ দিন এবং আফগানিস্তান থেকে শেষ মার্কিন সেনা চলে যাওয়ার সাত দিন পর গেলো মঙ্গলবার দেশটিতে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে মোল্লা মোহাম্মাদ হাসান আখুন্দকে। পাশাপাশি উপ-প্রধান করা হয়েছে সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদারকে।

ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি।

সংগঠনের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্ট্যানেকজাইকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

আর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে করা হয়েছে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। তালেবান নেতা হেদায়াতুল্লাহ বদরিকে করা হয়েছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর