সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২১ ১০:৪০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চারদিনের মাথায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আরারও কাকলি নামের একটি ফেরির ধাক্কা লেগেছে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং-এ এই ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ সকালে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি ‘কাকলি’।

এ বিষয়ে ফেরিচালক মো. বাদল হোসেন জানান, প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে। পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসতে পেরেছি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, গত ৯ আগস্ট রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ওই ফেরিটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ধাক্কা দেয়।

এছাড়া আরও দুই বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনা ঘটে। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর