শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে এলো আরও ২ লাখ ৬৬ হাজার টিকা


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২১ ২:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামে এসেছে করোনাভাইরাসের আরও ২ লাখ ৬৬ হাজার ৪০০ ডোজ টিকা। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ও মডার্নার টিকা রয়েছে।

আজ (৬ আগস্ট) শুক্রবার সকাল ৭টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি নগরীর আন্দরকিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব টিকা গ্রহণ করেন। পরে সেগুলো ইপিআই কোল্ড রুমে সংরক্ষণের জন্য পাঠানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, যে টিকাগুলো এসেছে, তার মধ্যে ৩৮ হাজার ৪০০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না, ১ লাখ ২০ হাজার ডোজ চীনের তৈরি সিনোফার্ম এবং ১ লাখ ৮ হাজার ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা।

তিনি জানান, চট্টগ্রামে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পায়নি এমন ব্যক্তির সংখ্যা প্রায় ১ লাখ ৫ হাজার। ফলে যারা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাননি, তারা এবার পাবেন। আর আগামীকাল শনিবার থেকে শুরু হওয়া ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের জন্য বাকি টিকা বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে গত ২৮ জুলাই ১ লাখ ৮৫ হাজার ডোজ এবং ১১ জুলাই ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর