শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

২৫ বছর হলেই নেওয়া যাচ্ছে করোনার টিকা


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৯ জুলাই, ২০২১ ৩:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে আনা হয়েছে। এখন থেকে ২৫ বছর হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে সুরক্ষা অ্যাপে ঢুকে টিকা নিবন্ধনের বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব দেখা যায়।

গত ৫ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। এর ১৪দিন পরই ১৯ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩০ বছর করা হয়।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন টিকা নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন।

এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর