শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

খুলনা বিভাগে এক দিনে ৪৫ জনের মৃত্যু


প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :২৫ জুলাই, ২০২১ ৪:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৫ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৮ জন।

আজ রোববার (২৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (২৪ জুলাই) বিভাগে করোনায় ৩৩ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিল ২৪৯ জন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে; বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় বিভাগের ঝিনাইদহে ২৭৯, কুষ্টিয়ায় ২৬০, খুলনায় ১৯৭, যশোরে ১৩৬, বাগেরহাটে ১১৫, মাগুরায় ৭৪, চুয়াডাঙ্গায় ৬৯, সাতক্ষীরায় ৬১,
মেহেরপুরে ৫৩ এবং নড়াইলে ৩৪ জনের করোনা শনাক্ত হয়।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১৭১ জন। সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩২৮ জন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর