মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, মৃত্যু ৬


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৪ জুলাই, ২০২১ ১:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামে আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.০৮ শতাংশ। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৪ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার চট্টগ্রামে ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ৪৫১ জনের। শনাক্তের হার ছিলো ৩৫.৭৩ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ২৫৮ জন নগরীর ও ৪৩ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ৩ জন নগরীর ও ৩ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৬২ জন। এর মধ্যে ৫৬ হাজার ৪৪০ জন নগরীর বাসিন্দা ও ১৮ হাজার ১২২ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মারা গেছেন ৮৭৪ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৩৯ জন ও উপজেলার ৩৩৫ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর