বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

শতকোটি টাকার জাল স্ট্যাম্প ও নগদ ৩ কোটি টাকা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ জুন, ২০২১ ১:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানীর মাতুয়াইলের একটা প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে শত কোটি টাকা মূল্যের স্ট্যাম্প তৈরির কাগজ ও মেশিন উদ্ধার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে পরিচালিত এই অভিযানে চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এ কে এম হাফিজ আক্তার জানান, অত্যাধুনিক প্রিন্টিং মেশিন বসিয়ে গত ২ বছর ধরে স্ট্যাম্প জালিয়াতি করে আসছিলো চক্রটি। এই চক্রের সদস্যরা দেশ জুড়ে ছড়িয়ে আছে। চক্রটির কাছ থেকে স্ট্যাম্প তৈরির যে কাগজ পাওয়া গেছে সেই স্ট্যাম্প সরকারি অফিসগুলোতে ব্যবহার করা হয়। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও ব্যবহার করে এই স্ট্যাম্প। তাই এই চক্রের সাথে সরকারি কোন কর্মকরতা-কর্মচারি জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর