সোমবার, ১৭ জুন, ২০২৪ | ৩ আষাঢ়, ১৪৩১ | ১০ জিলহজ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ রানা দাশ গুপ্তের


প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :১৩ জুন, ২০২১ ৮:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করেছেন তার আইনজীবী রানা দাশ গুপ্ত। তিনি বলেন, ‘মামলার এজাহার ও চার্জশিটে দুই ধরনের তথ্য তুলে ধরা হয়েছে। এজাহারে বলা হচ্ছে, পরিদর্শক লিয়াকত গুলি করে সিনহার মৃত্যু হওয়ার পর ওসি প্রদীপ এসেছে। আর চার্জশিটে বলা হচ্ছে, পা দিয়ে ওসি প্রদীপ মুখমণ্ডল চেপে ধরে সিনহার মৃত্যু নিশ্চিত করেছে।’

সিনহা হত্যায় ওসি প্রদীপ জড়িত নয় দাবি করে রানা দাশ গুপ্ত বলেছেন, ‘অভিযোগপত্রে মেজর সিনহার গলায় বুট জুতা দিয়ে (ওসি প্রদীপ) চেপে ধরে মৃত্যু নিশ্চিত করার যে অভিযোগ আনা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনে তা পাওয়া যায়নি। ভিন্ন ভিন্ন তথ্যে ওসি প্রদীপকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।’

আজ রোববার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওসি প্রদীপের জামিন শুনানিতে অংশ নিতে এসে কক্সবাজার আদালত চত্বরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

আদালতে সবার সুষ্ঠু বিচার চাওয়ার অধিকার রয়েছে জানিয়ে অ্যডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, ‘আসলে আমরাও চাই সিনহা হত্যার সুষ্ঠু বিচার হউক। তবে কোনো নিরপরাধ লোকজন যেন হয়রানি না হয়।’

রানা দাশ গুপ্ত দাবি করেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স নীতি, ওসি প্রদীপ সেই দায়িত্বই পালন করেছেন। ওসি প্রদীপ মাদক নিয়ন্ত্রণে সক্ষম হয়েছিলেন। এখন তার অনুপস্থিতিতে মাদকসংশ্লিষ্ট অপরাধ আবার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।’

৯ জুন জেলা ও দায়রা জজ আদালতে সাবেক ওসি প্রদীপ ও এএসআই নন্দলাল রক্ষিতের জামিন আবেদন করা হয়েছিল। আদালত আজ রোববার (১৩ জুন) জামিন শুনানির দিন ধার্য করেন। জামিন শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে রানা দাশ গুপ্তের নেতৃত্ব পাঁচজন আইনজীবী কক্সবাজার আসেন।

আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সময় পিছিয়ে জামিন শুনানির জন্য আগামী ২৭ জুন নির্ধারণ করেছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর