সোমবার, ১৭ জুন, ২০২৪ | ৩ আষাঢ়, ১৪৩১ | ১০ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি দেশের রাজনীতিতে থাকা না থাকায় জনগণের আগ্রহ নেই: কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ জুন, ২০২১ ৭:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কেন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে বলেও মনে করেন তিনি।

আজ বুধবার (২ জুন) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি আছে, চলছে এবং সোচ্চার হয়েই আছে।’ এছাড়া তিনি সভায় ‘সরকারের পায়ের নিচে মাটি নেই’ বলেও মন্তব্য করেন।

বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরাও মনে করি, বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আছে, তবে ভিন্ন কায়দায়। তাইতো জনগণ মনে করে, বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে।’

‘সরকারের পায়ের নিচে নাকি মাটি নেই, সরকার গণবিচ্ছিন্ন’-বিএনপি মহাসচিবের এই মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানতে চান, ‘বিচ্ছিন্নতার মাপকাঠি কী? নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিক নির্বাচন, উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য প্রায় সব নির্বাচনে প্রমাণ হয়েছে, জনগণ কার সঙ্গে আছে।’

বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙ্গা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাই বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর