বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

‘প্রতিদিন বাবা ফিরে আসার অপেক্ষায় থাকি’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ মে, ২০২১ ২:৫৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রতিদিন বাবার ফেরার অপেক্ষায় থাকে আনিসা ইসলাম। তার বাবা ইসমাইল হোসেন বাতেন ২০১৯ সালের ২০শে জুন থেকে নিখোঁজ। অপেক্ষার যেন শেষ নেই। প্রতিটি দিনই তার কাটছে কবে ফিরবে বাবা-এ প্রশ্নের উত্তর খুঁজেই।

আজ শুক্রবার (২৮ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত মানববন্ধনে কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেনের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী আনিশা বলে, ‘প্রতিদিন বাবা ফিরে আসার অপেক্ষায় থাকি। আমরা বাবার সন্ধান চাই।’

আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের কারও হাতে বা গলায় ঝোলানো ছিল গুম হওয়া স্বজনের ছবি। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’। মানবন্ধনে গুম হওয়া সন্তানদের ফিরে পেতে বেশ কজন মা-ও তাদের বক্তব্য তুলে ধরেন।

মানববন্ধনে অংশ নেন সিলেটের বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস। তিনি অভিযোগ করে বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল তার বাবাকে তুলে নেওয়া হয়। সে সময় দুই সপ্তাহের ব্যবধানে সিলেট থেকে বিএনপির চার নেতা একইভাবে নিখোঁজ হন। ওই সময় সিলেটে টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। দেশের স্বার্থে তার বাবা ওই আন্দোলনের সামনের সারিতে ছিলেন। এ অবস্থানের কারণেই তার বাবাকে গুম করা হয়েছে।

আবরার ইলিয়াস বলেন, ‘আমরা এখনো বাবার অপেক্ষার আছি। কারণ, আমরা দেখছি, বহু বছর পর অনেকে গুম নামের কারাগার থেকে ফিরে এসেছেন।’

মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কোনো মানুষ নিখোঁজ হলে বা হারিয়ে গেলে, তাঁকে খুঁজে দেওয়ার দায়িত্ব সরকারের। কারণ, আমাদের জানমালের নিরাপত্তা দেবে তারা। কিন্তু সেটা হচ্ছে না।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন গুম নিয়ে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন আমাদের দেশে গুম, খুন বলে কিছু নেই। আমাদের দেশের কিছু মানুষ জমিজমা নিয়ে বিরোধ, প্রেমে ব্যর্থ হয়ে লোকচক্ষুর আড়ালে চলে যায়। এগুলো নিয়েই সবাই কথাবার্তা বলে। তার এ বক্তব্যের ধিক্কার জানাই আমরা। এ সরকার মানবিক সরকার নয়। মানুষ মরে যায় রাস্তায় গাড়ি চাপা পড়ে কোনো রকম দুঃখ প্রকাশ করে না। এখানে প্রস্তাব রাখতে চাই, একদিন কোথাও কয়েক ঘণ্টা অবস্থান নিন। ঢাকাবাসীকে বলেন, আমাদের হারানো স্বজনদের ফিরে পেতে একাত্মতা ঘোষণা করেন।’

সমাবেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ‘এখানে অনেকে আমাদের সঙ্গে রয়েছে, যারা জানে না তাদের স্বজনরা কোথায়। নিখোঁজদের খোঁজে বের করার কোনো উদ্যোগ নেই। যে মানুষের মাঝে এ ধরনের শূন্যতা রয়েছে, তা কীভাবে সরকার পূর্ণ করবে?’

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫০ বছরে এসেও নিখোঁজদের ছবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়েছে। শুধুমাত্র ভিন্নমত ও রাজনীতির কারণে তাদের গুম করা হয়েছে। বিরোধীদলের মনোভাব ভেঙে দিতে এমন করা হয়েছে। শুধু গুম, খুনেই শেষ নয়, তাদের ধরে নিয়ে রিমান্ড দিয়ে ‘আর রাজনীতি করবি না বলে স্বীকারোক্তি নিচ্ছে’। ‘এবার কম দিয়েছি এরপর এলে আরও বেশি দেবো’ এ রকম কথাও বলা হয়।’

মায়ের ডাক সংগঠনের প্রধান সমন্বয়ক নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখির সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম লালা, অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর