মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

কোয়াড বিরোধিতা হস্তক্ষেপ নয়, অবস্থান ব্যাখ্যা করলো চীন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ মে, ২০২১ ১১:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট ‘কোয়াড’-এ বাংলাদেশের অংশগ্রহণের প্রশ্নে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুনিয়িং গতকাল বুধবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ প্রসঙ্গে বলেন, ‘কোয়াডের বিরোধিতার মানে কিন্তু হস্তক্ষেপ নয়। বরং তা ছোট জোট আর গোষ্ঠীবদ্ধ রাজনীতির বিরোধিতা।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এটা কি চীনবিরোধী একটি ছোট জোট নয়?’

গত সোমবার ঢাকায় কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের সঙ্গে এক মতবিনিময় সভায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে মার্কিন নেতৃত্বাধীন অনানুষ্ঠানিক জোট কোয়াডে যোগ না দেওয়ার পরামর্শ দেন। কোয়াডে কোনোভাবে অংশ নিলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। তাঁর ওই বক্তব্য বাংলাদেশকে অবাক করেছে। এর জের ধরে গতকাল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন চীনের রাষ্ট্রদূতের কাছে সোমবারের বক্তব্যের ব্যাখা চান। লি জিমিং ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওই বক্তব্য সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে নয়। তিনি ‘আউট অব কনটেক্সট’ ওই বক্তব্য দিয়েছেন।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন- ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’–এর একজন সাংবাদিক এ বিষয়ে চীনের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র হুয়া ছুনিয়িং বলেন, ‘আমি স্পষ্ট করেই বলতে চাই, বাংলাদেশ ও চীন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ প্রতিবেশী। শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি মূল নীতির ভিত্তিতে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। আমরা সব সময় পারস্পরিক শ্রদ্ধাশীলতায় বিশ্বাস করি। দুই দেশ সব সময় একে অন্যের মূল স্বার্থ সুরক্ষা ও প্রধান উদ্বেগ দূর করার ক্ষেত্রে একে অন্যকে জোরালোভাবে সমর্থন করি।’

চীন কেন কোয়াডের বিরোধিতা করছে, সেটার ব্যাখ্যা দিয়ে হুয়া ছুনিয়িং বলেন, ‘আমরা সবাই জানি কোয়াড কী ধরনের কাঠামো। সেটা আমাদের চেয়ে ভারত ভালো করেই জানে। কয়েকটি দেশ বিশেষ একটি জোট করে চীনের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর যে সংঘাত উসকে দিতে চায়, চীন সেটার বিরোধিতা করে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর