শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ধর্ম

চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১২ মে, ২০২১ ৭:২২ : অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে আজ বুধবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান শেষে শুক্রবার (১৪ মে) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এর আগে, ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠকের পর ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়।

মুসলিমদের ধর্মীয় উৎসবগুলোর তারিখ নির্ধারিত হয় চন্দ্র মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে চন্দ্র মাসের চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল ঈদের চাঁদ দেখা যায়নি। এসব দেশে ৩০ রমজান শেষে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে পাকিস্তান, সোমালিয়া ও নাইজারে গতকাল চাঁদ দেখা যাওয়ায় সেসব দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর