সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

ভাঙচুরের মামলায় ৭ দিনের রিমান্ডে মাওলানা মামুনুল হক


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০২১ ১২:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানীর মোহাম্মদপুরে ভাঙচুরের একটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে আদালতে নেওয়া হয়।

এর আগে মামুনুল হককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মোহাম্মদপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাজেদুল। অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

মামুনুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে নতুন ও পুরোনো মিলিয়ে অন্তত ১৮টি মামলা রয়েছে।

গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মামুনুলকে প্রথমে শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। বেলা দুইটায় নেওয়া হয় তেজগাঁও থানায়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর