সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

করোনার প্রাদুর্ভাব: বাসভাড়া ৬০% বাড়লো, যাত্রী হবে অর্ধেক


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ মার্চ, ২০২১ ১২:০০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্তের কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী দুই সপ্তাহ তা কার্যকর থাকবে। সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দেশে করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় গতকাল সোমবার গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার নির্দেশনা জারি করে সরকার। সরকারি এই নির্দেশনার পর বাসমালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়াল।

সোমবার বাসমালিকেরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক করে বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি জানান।

এর আগে গত বছরের ৩১ মে সরকার বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করেছিল। অর্ধেক যাত্রী বহন করায় বাস মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

চলতি বছরের মার্চ থেকে আবার সংক্রমণ বাড়তে থাকায় গতকাল ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন না করার নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আপাতত দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর