সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

একুশে বইমেলা শুরু হচ্ছে আজ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ মার্চ, ২০২১ ১০:৪৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে দেড়মাস পিছিয়ে অবশেষে শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা’। বাংলাদেশের বই কেন্দ্রিক সবচেয়ে বড় আয়োজনটির ৩৭তম আসর বসছে এবার।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন।

মহামারি কারণে এবার ভাষার মাস ফেব্রুয়ারির বদলে বাঙালির এই প্রাণের মেলা হচ্ছে স্বাধীনতার মাসে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি নিবেদিত হচ্ছে একুশের বইমেলা। বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলার মূল থিম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। ২৮ দিনব্যাপী বইমেলা ১৮ মার্চ শুরু এবং ১৪ এপ্রিল শেষ হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ হিসাবে বঙ্গবন্ধু রচিত আমার দেখা নয়াচীন বইটির ইংরেজিতে অনূদিত নিউ চায়না ১৯৫২ (NEW CHINA 1952) বইয়ের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব বদরুল আরেফীন। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

স্বাস্থ্যবিধি মেনে এবার বইমেলা হবে। এ কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে মেলার পরিসর দ্বিগুণ করা হয়েছে। এর বাইরে প্রত্যেককেই মাস্ক পরে প্রবেশ করতে হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর