বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ঢাকা যেন মশার রাজধানী, সড়কে মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ মার্চ, ২০২১ ৪:০৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানী ঢাকায় অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে মশা। বেশ কিছু দিন ধরে মশা নিধনে অভিযান চালাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। কিন্তু কিছুতেই কমছে না মশার উৎপাত। আর তাই মশা নিধনে ঢাকার দুই মেয়র ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করে সড়কে মশারি টানিয়ে প্রতিবাদ জানিয়েছেন ‘ভাড়াটিয়া পরিষদ’ নামে একটি সংগঠন।

আজ শুক্রবার (১২ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ করা হয়।

ভাড়াটিয়া পরিষদের মানববন্ধনে আধা ইঞ্চি মশা মারতে দুই মেয়র ব্যর্থ দাবি করে অবিলম্বে মশার উপদ্রব থেকে রাজধানীবাসীকে রক্ষার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই মশার আক্রমণ। এ যেন মানুষের আবাসস্থল নয়, যেন মশার রাজধানী। মশা মারতে সম্পূর্ণ ব্যর্থ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। ব্যর্থতার দায় স্বীকার করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা, মো. মাকসুদুর রহমান, জামাল শিকদার ও শামীম আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর