রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ মার্চ, ২০২১ ১:৩০ : অপরাহ্ণ
দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের জনগণ আমাদের ওপর আস্থা রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। টানা ক্ষমতায় থাকার ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে।’
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দেশের ৭০টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠোনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভাচুয়ালি যুক্ত হন।
শেখ হাসিনা বলেন, ‘যারা এ দেশের স্বাধীনতা চায়নি তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এটা আশা করা যায় না। যারা স্বাধীনতা চায়নি, তারা ক্ষমতায় ছিল বলেই ১৫ আগস্টের পর দেশ এগোয়নি।’
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আর চিকিৎসা সেবার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় না। ঘরে বসেই টেলিমেডিসিনের সেবা পাচ্ছেন। চক্ষু চিকিৎসাসেবা ব্যবস্থাও যাতে জনগণ ঘরে বসে পেতে পারেন তার জন্য সরকার কাজ করছে।’
সরকার প্রধান বলেন, ‘করোনাভাইরাস এরই মধ্যে আমাদের দেশের যথেষ্ট ক্ষতি করেছে। আমি বলব পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, হাত ধোওয়া, মাস্ক পরে থাকা—এই নিয়মগুলো মানতে হবে। যদিও আমরা টিকা দেওয়া শুরু করেছি, টিকাদান কর্মসূচি অব্যাহত আছে। টিকা দেওয়ার সময় একটা কথা বলব, প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে। সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, এরপর আপনাদের অপেক্ষা করতে হবে। যখন আপনার সময় আসবে, ডাকবে তখন আসবেন। এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি এবং যাতে না হয় এ ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।’