শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা প্রবাসে রাজনীতি

অস্ট্রেলিয়ায় প্রবাসীদের বিজয় দিবস উদযাপন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২০ ১০:৫৪ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রশান্ত পাড়ের দেশ অস্ট্রেলিয়ায় বিজয়ের প্রথম প্রহর এসেছে পাঁচ ঘণ্টা আগেই। ঘড়ির কাঁটায় ঠিক ১২ টা ১ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মিত সৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবস উদযাপন শুরু করে প্রবাসী বাংলাদেশীরা।

বিনম্র শ্রদ্ধা জানানো হয় দেশমাতৃকার সংগ্রামে শহীদ, মুক্তিযোদ্ধাদের। অস্ট্রেলিয়ার বাংলাদেশী অধ্যষিত ল্যাকেম্বার গ্রামীণ রেষ্টুরেন্টের উদ্যোগে অসংখ্য বাংলাদেশী ফুল, ব্যানার নিয়ে স্বাধীন বাংলাদেশের বীর শহীদ, মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশে অর্পণ করেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই শুরু হয় সুবর্ণ জয়ন্তী উদযাপন।

মধ্যরাতে শুরু হওয়া এই আয়োজনে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠন, অস্ট্রেলিয়া বিএনপি এবং অঙ্গসংগঠন জাসাসের নেতা, কর্মী ও সমর্থকেরা পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া অসংখ্য ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক এবং আপামর বাংলাদেশী শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের বিজয় দিবসকে স্বাগত জানান। গ্রামীণ রেস্টুরেন্টকে কেন্দ্র করে লাকেম্বার পুরো স্থানটি বাংলাদেশের পতাকায় শোভিত করা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর