বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা বিএনপি

উপনির্বাচন: ২ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিএনপির



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৪ নভেম্বর ২০২০, ১:১২ পূর্বাহ্ণ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে এবং নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১৩ নভেম্বর)  বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ কর্মসূচি ঘোষণা করেন।

কমসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং রবিবার দেশব্যাপী জেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের কিছু এজেন্ট থাকে যারা ভালো আন্দোলন বাধাগ্রস্ত করতে গাড়ি পুড়িয়ে নাশকতার সৃষ্টি করে।’

তিনি দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, ‘উপনির্বাচনকে জায়েজ করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কৌশল নিয়েছে। তবে এ ধরনের নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

মির্জা ফখরুল অভিযোগ করেন, রাজধানীতে যানবাহন পোড়ানোর ঘটনায় বিএনপির বিভিন্ন নেতা-কর্মীদের বাসায় রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের তুলে নিয়ে গেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আমান উল্লাহ আমান এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন।

খবর: ইউএনবি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর